৬নং ভাতুরিয়া ইউ,পি
প্রবেশঃ প্রবেশপথ হরিপুর উপজেলার কাঠালডাংগী রোড আসাগামী ভাতুরিয়ায় প্রবেশ করা মাত্রই একটি মসজিদ পাওয়া যাবে সেখান থেকে উত্তর দিকে একটি কাঁচা রাস্তায় ১কি:মিটার দূরে ফাজিলপুর গ্রামের প্রবেশের আগে রাজা গনেশের গড়টি অবস্থিত।
অথবা, কাঁঠালডাঙ্গী বাজার হতে ৩ কিলোমিটার দক্ষিণে গিয়ে টেংরিয়া বেলালের দোকানে যাওয়ার পর ফাজিলপুরের রাস্তা ধরে সোজা রাজা গণেশের গড়।
0
৬নংভাতুরিয়া ইউনিয়েন ঐতিহ্যবাহী স্থান রাজা গনেশের গড় ফাজিলপুর গ্রামের দক্ষিণ পার্শ্বে অবস্থিত। গড়ে এখন একটি পুকুর আছে,যাহা তন্নি দিঘী নামে পরিচিত। এখানে একটি গুচ্ছগ্রাম আছে। গত ১/১/১৩ইং তারিখে ঐ পুকুরে বালু উত্তলন করতে গিয়ে ঘাটের একটি শিরির খোজ পাওয়া যায়। স্থানীয় বয়স্ক ব্যক্তীগনের মুখে শুনতে পাই। এটি আনুমানিক ৬০০ শত বছর আ্রগে রাজার গোসল করার সিড়ি ছিল। যাহা উত্তলন এর পর পরেই স্থানীয় প্রসাশন কে খবর দেওয়া মাত্রই ইউ,পি চেয়ারম্যান জনাব আবুল কাসেম প্রধান সহ উপজেলার নিবাহী অফিসার জনাব আবু হুরাইরা ও স্থানীয় গনমান্য ব্যক্তিগণ পরিষদে নিয়ে আসেন। কাটগুলি দীর্ঘ প্রায় ৩০ ফিট এগুলো সাল কাঠ বলে চিন্হীত হয়। গড়টির চতুর পার্শ্বে প্রায় ৩ কিলোমিটার ঘিরে ইটের প্রাচির আছে। গড়টিতে একটি কবর স্থান আছে। পুকুরটির পূর্ব পাশে একটি মাজার রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস