Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

.      কালের স্বাক্ষীবহনকারী কুলিক নদীর তীরে ভাতুরিয়া গ্রামের উত্তর পশ্চিম দিকে ঐতিয্য বাহী স্থান রাজা গনেশের গৌড়, ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলায় কাঠালডাংগী বাজারের পশ্চিম উত্তর কোনে ৬নং ভাতুরিয়া ইউনিয়নটি এক মনোরম পরিবেশে অবস্থিত।

 

  নাম ৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ।

 

.        আয়তন:৩০.৮৯বর্গ কি:মি:

.        লোক সংখ্যা=২১৩৭১

.        গ্রামের সংখ্যা=১২টি

.        হাটবাজারের সংখ্যা=৩টি

.        উপজেলা সদর থেকে যোগাযোগের মাধ্যম: বাস, সিএন জি,মাইক্রোবাস, ট্যাম্পু ইত্যাদি।

 

.        শিক্ষার হার: ৪৩.৪%

 

 

 

.        শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কিত তথ্যাদী:-

 

 

 

 
 

 

শিক্ষা প্রতিষ্ঠানের নাম

কলেজ

১। কে.বি. ডিগ্রী কলেজ

২। কাঠাল ডাংগী মহিলা কলেজ

৩। কাঠাল ডাংগী কৃষি ইন্সটিটিউট

মাধ্যমিক বিদ্যালয়

১। টেংরিয়া কারিগরী উচ্চ বিদ্যালয়

২। ভাতুরিয়া উচ্চ বিদ্যালয়

৩। কাঠাল ডাংগী আর, এ উচ্চ বিদ্যালয়

৪। কাঠাল ডাংগী বালিকা উচ্চ বিদ্যালয়

৫। মহেন্দ্রগাও উচ্চ বিদ্যালয়

৬।বহতি উচ্চ বিদ্যালয়

৭। ভাতুরিয়া রামপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

১। টেংরিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়

২। চাপপুকুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়

৩। ভুতডাংগী নিম্নমাধ্যমিক বিদ্যালয়

প্রাথমিক বিদ্যালয়

১। কাঠালডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয়

২। ঢাকদহ গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৩। ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৪। বহতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫। মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬। মহেন্দ্রগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৭। ফাজিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৮। অচুয়া রেজি: প্রাথমিক বিদ্যালয়।

৯। টেংরিয়া রেজি: প্রাথমিক বিদ্যালয়।

১০। ভুতডাংগী রেজি: প্রাথমিক বিদ্যালয়ব।

১১। শিশুডাংগী রেজি: প্রাথমিক বিদ্যালয়।

 

 

মাদ্রাসা

১। কাঠাল ডাংগী আসলে উদ্দীন দাখিল মাদ্রাসা

২। রামপুর দাখিল মাদ্রাসা।

৩। বহতি নুরপুর এবতেদায়ী মাদ্রাসা।

 

 

 

 

বেসরকারী প্রতিষ্ঠান :

 

(ক) এনজিও:    

(১) গ্রামীন ব্যাংক, ভাতুরীয়া,

  হরিপুর, ঠাকুরগাও।

 

(২) আশা, ভাতুরীয়া,

  হরিপুর, ঠাকুরগাও।

(খ) আর্থিক প্রতিষ্ঠান :

 

 

ধর্মীয় প্রতিষ্ঠান :

 

(ক) মসজিদ :

৪৬টি

 

(১) মাগুড়া মধ্য পাড়া জামে মসজিদ।

(২)মাগুড়া উত্তর পারা জামে মসিজদ 

(৩) মাগুড়া  রংপুরিয়া পাড়া  জামে মসজিদ 

(৪) মাগুড়া বেল ডাংগী জামে মসজিদ 

(৫)মাগুড়া মেম্বার পাড়া জামে মসজিদ 

(৬) জিগাঁও জামে মসজিদ 

(৭) আফজালদীঘী জামে মসজিদ

(৮) শিশুডাংগী জামে মসজিদ

(৯)মহেন্দ্রগাঁও মধ্যপাড়া মসজিদ।

(১০) মহেন্দ্রগাঁও পূর্ব পাড়া জমে মসজিদ

(৯) চাপাসার গুচ্ছ গ্রাম মসজিদ

(১০) চাপাসার তালুকদার পাড়া জামে মসজিদ

(১১) চাপাসার  বিজটলা  পাড়া জামে মসজিদ।

(১২) চাপাসার হঠাৎপাড়ারংপুরিয়া পাড়া জামে মসজিদ

(১৩) বহতি উত্তর পাড়া জামে মসজিদ।

(১৪)  বহতি মধ্যপাড়া জামে মসজিদ

( ১৫) যাদবপুর কওমী মাদ্রাসা জামে মসজিদ

(১৬) যাদবপুর পূর্বপাড়া জামে মসজিদ

 (১৭) যাদবপুর পশ্চিমপাড়া জামে মসজিদ

( ১৮) ভাংগা বহতি তৈয়ব মাষ্টার পাড়া জামে মসজিদ

(১৯) নুরপুর বাজার জামে মসজিদ

( ২০) দেবরাজ জামে মসজিদ

(২১) দিলগাও জামে মসজিদ

(২২) ভুতডাংগী জামে মসজিদ

(২৩) ঝাড়বাড়ী জামে মসজিদ

(২৪) গোবিন্দপুর জামে মসজিদ

(২৫) কাঠালডাংগী জামে মসজিদ

(২৬) কাঠালডাংগী ইউপি জামে মসজিদ

(২৭) দক্ষিণ টেংরিয়া জামে মসজিদ।

(২৮) উত্তর টেংরিয়া জামে মসজিদ

(২৯) টেংরিয়া প্রধান পাড়া জামে মসজিদ

(৩০) টেংরিয়া রংপুরিয়া পাড়া জামে মসজিদ

(৩১) ঢাকদহ জামে মসজিদ।

(৩২) তাজিগাও জামে মসজিদ।

(৩৩) রামপুর জামে মসজিদ।

(৩৪) ঢাকদহ আবেদ আলী পাড়া জামে মসজিদ।

(৩৫ )  ঢাকদহ মধ্যপাড়া জামে মসজিদ।

(৩৬) ভাতুরিয়া হাট জামে মসজিদ। 

(৩৭) ভাতুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ (১)

(৩৮) ভাতুরিয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ (২)

(৩৯)ভাতুরিয়া উত্তর পাড়া জামে মসজিদ।

(৪০) ভাতুরিয়া মধ্যপাড়া জামে মসজিদ  

(৪১) ভাতুরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ (১)

( ৪২  ) ভাতুরিয়া চৌধরী পাড়া জামে মসজিদ (২)

( ৪৩ ) ভাতুরিয়া পশ্চিম পাড়া জামে মসজিদ(৩)

(৪৪)  ভাতুরিয়া পূর্ব পাড়া জামে মসজিদ

(৪৫) আফজাল দীঘী জামে মসজিদ।

(৪৬) ভাংগাবহতি জামে মসজিদ   

 

 

(খ)  ঈদগাহ :

০৬টি   

(১) কাঠালডাংগী ঈদগা মাঠ।

(২) ভাতুরিয়া ঈদগা মাঠ।

(৩) অচুয়া ঈদগা মাঠ।

(৪) বহতি ঈদগা মাঠ।

(৫) রামপুর ঈদগা মাঠ।

(৬) টেংরিয়া ঈদগা মাঠ।

(গ) কবরস্থান :

 

০৯টি

(১) গড়ভবানিপুর কবরস্থান।

(২) ঝাড়বাড়ী কবরস্থান

(৩) টেংরিয়া কবরস্থান

(৪) ভাতুরিয়া কবরস্থান

(৫) মহেন্দ্রগা কবরস্থান

(৬) চাপাসার কবরস্থান।

(৭) ঢাকদহ গোপালপুর কবরস্থান।

(৮) গবিন্দপুর কবরস্থান।

(৯) ভুতডাংগী কবরস্থান।

 

(ঘ) মন্দির :

৪টি

(১)ঢাকদহ মন্দির।

(২) মাগুরা মন্দির।

(৩) শিশু ডাংগী মন্দির

(৪) জামুর কালি জিউ,  কালি মন্দীর

 

(ঙ) আশ্রম :                    নাই

 

 

(চ)শ্বশ্মান

২টি

(১) জিগা শিশুডাংগী

(২) ঢাকদহ  

সংগঠন :

 

 

(ক) ক্রীড়া সংগঠন :

 

কাঠালডাংগী খেলোয়ার কল্যান সমিতি।

(খ) সাংস্কৃতিক সংগঠন :

 

রংধনু সাংস্কৃতিক সংগঠন

(গ) পেশা জীবি সংগঠন