কালের সাক্ষী বহন কারী টেংরিয়া মোজা হয়ে ঢাকদহ গোপাল পুর মোজার পাস দিয়ে বয়ে যাওয়া কুলিক নদীর তীর ঘেষে রাজা গনেশের আবাস স্থল ভাতুরিয়া গ্রামের নাম অনুসারে ১৯৭৩সালে হরিপুর উপজেলা জীবনপুর ইউনিয়ন পরিষদ বিভক্ত হয়ে ৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ গঠিত হয়।অত্র ইউনিয়ন পরিষদ গত ১৯৮৮ সালে ১.০১ একর জমির উপর তৎকালীন ইউনিয়ন ভবনটি জি ও বি এর বরাদ্দে নির্মিত হয়।
অত্র ইউনিয়ন পরিষদের জমি দাতার নাম মরহু ম আব্দুল গফুর প্রধান গং।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস