৬নং ভাতুরিয়া ইউ,পি
প্রবেশ প্রবেশ পথ হরিপুর উপজেলার কাঠালডাংগী রোড আসাগামী ভাতুরিয়ায় প্রবেশ করা মাত্রই একটি মসজিদ পাওয়া যাবে সেখান থেকে উত্তর দিকে একটি কাচা রাস্তায় ১কি:মিটার দূরে ফাজিলপুর গ্রামের প্রবেশের আগে রাজা গনেশে গড়টি অবস্থিত।
0
৬নংভাতুরিয়া ইউনিয়েন ঐতিয্যবাহী স্থান রাজা গনেশের গড় ফাজিলপুর গ্রামের দক্ষিণ পার্শ্বে অবস্থিত। গড়ে এখন একটি পুকুর আছে,যাহা তন্নি দিঘী নামে পরিচিত। এখানে একটি গুচ্ছগ্রাম আছে। গত ১/১/১৩ইং তারিখে ঐ পুকুরে বালু উত্তলন করতে গিয়ে ঘাটের একটি শিরির খোজ পাউয়া যায়। স্থানীয় বয়স্ক ব্যক্তীগনের মুখে শুনতে পাই। এটি আনুমানিক ৬০০শত বছর আ্রগে রাজার গোসুল করার শিরি ছিল। যাহা উত্তল এর পর পরেই স্থানীয় প্রসাশন কে খবর দেওয়া মাত্রই ইউ,পি চেয়ারম্যান জনাব আবুল কাসেম প্রধান সহ উপজেলার নিবাহী অফিসার জনাব আবু হুরাইরা ও স্থানীয় গনমান্য ব্যক্তিগন পরিষদে নিয়ে আসেন। কাটগুলি দীর্ঘ প্রায় ৩০ ফিট এগুলো সাল কাঠ বলে চিন্হীত হয়।গড়টির চতুর পার্শ্বে প্রায় ৩ কিলোমিটার ঘিরে ইটের প্রাচির আছে। গড়টিতে একটি কবর স্থান আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS