ক্রীড়া সংগঠন
খেলাধুলার বেশ কয়েকটি সংগঠন ভাতুরিয়া ইউনিয়নে রয়েছে যেগুলো বেশির ভাগউ ক্রিকেট এবং ফুটবল খেলে থাকেন। আমাদের উপজেলা অফিসার সম্প্রতি বিলুপ্ত প্রায় খেলাগুলো সংরক্ষনের বিশেষ পদক্ষেপ নিয়েছেন। যেগুলোর মধ্যে হা-ডু-ডু, দাড়ীয়া বান্ধা,কানামাছি,কিতকিত,গোলাছুঠ,ডান্ডাগুলি,এক্কাদোক্কা উল্লেখযোগ্যা। আমাদের সকলের ঐছিক প্রচেষ্টায় স্যারের এমনি মহত উদ্যোগ সফল হলে প্রাচিন এই খেলা গুলো সংরক্ষন করা সম্ভব।
১। কাঠালডাংগী মিতালী সংঘ।
২। হাটপাড়া ক্রিকেট ও ফুটবল দল।
৩। মাটিয়ানী স্পর্টিংক্লাব।
৪। করনাই যুব ক্রিড়া সংঘ।